রাউজান প্রতিনিধি:
তীব্র গরমে বেড়েছে অনলাইন ব্যবসায়ী প্রতারক চক্র।সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে বিভিন্ন বেনামি আইর্ডি খোলে বিশাল মূল্যে ছাড়া লেখা লিখে চার্জার ফ্যান বিক্রির নামে সাধারণ মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা।এই প্রতারক চক্র বিকাশের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে পরে পণ্য দেয় না। এসব প্রতারক চক্রের ফাঁদে পড়ে সাধারণ মানুষ এখন দিশাহারা।রাউজানের নাহারু বেগম নামের এক নারী জানান, অনলাইন একটি চার্জার ফ্যান অর্ডার করেছি।প্রথমে 01602482443 এ নাম্বারে বিকাশ করে ৩৫০ টাকা দিয়ে অর্ডার করেছি। পরে ১৮০০টাকা দিয়েছি। এরপর +8801965680448 এ নাম্বারে বিকাশ দিয়েছি ৫৫০ টাকা। এখনো ফ্যান হাতে আসেনি। এসব প্রতারক চক্রদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দরকার।যাতে সাধারণ মানুষের সাথে আর প্রতারণা করতে না পারে। জানা যায়, নাহারু বেগম না আরো অনেক মানুষ এ প্রতারক চক্রদের হাতে জিম্মি হয়ে পড়েছে। তারা বিভিন্ন লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে।সাধারণ মানুষের পাশাপাশি সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের অনেক শিক্ষিত মানুষ এসব প্রতারক চক্রের ফাঁদে জিম্মি।তারা শরমে অনেকের মুখ খুলতে পারছেনা। এ নাম্বার গুলা 01602482443, 8801965680448 প্রতারক চক্র সদস্যদের পার্সোনাল বিকাশ নাম্বার। প্রতারক চক্র সদস্যের ফেসবুক পেজে লেখা আছে এসব নাম্বার ছাড়া অন্য নাম্বারে যোগাযোগ করলে প্রতারিত হবেন।হোম ডেলিভারি নিতে প্রোডাক্টের মূল্য থেকে 550 টাকা অ্যাডভান্স করতে হবে।২৪ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পাবেন এভাবে লেখা লিখে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে।সংশ্লিষ্ট সচেতন মহল জানান,এসব প্রতারক চক্র সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। অপরদিকে স্থানীয় দোকান গুলোতে লাগামহীন চার্জার ফ্যানের দাম নিচ্ছে। তাই সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমে কিনতে গিয়ে ধোঁকা খাচ্ছে।