রাউজান প্রতিনিধি:
রাউজানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষ্য রবিবার বিকালে রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু, আব্বাস উদ্দীন আহমেদ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দা রেহেনা আফরোজা,আলহাজ্ব নুরুল আমিন, তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন, আব্দুল লতিফ, যুবলীগ নেতা নাহিয়ার নাছির,তপন দে, জিয়াউল হক রোকন, আবু ছালেক, ইসাহাক ইসলাম, আজাদ হোসেন, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন পিবলু, ইমরান হোসেন ইমু, মোহাম্মদ আসিফ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দিন।