ফরিদগঞ্জে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ

 

মোশারফ হোসেন ফারুক মৃধা:

লেখাপড়ার পাশাপাশি খেলধুলার মাধ্যমে শিশুদের মন প্রফুল্ল রাখতে উপজেলার ১১নং পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ফুটবল বিতরণ করা হয়েছে। ১৮জুন রবিবার বিকালে সন্তোষপুর ক্লাবে স্থাণীয় শিশুদের মাঝে ফুটবল বিতরন করা হয় ।

ফুটবল বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে স্বানীয়  বিভিন্ন মসজিদের  সভাপতি মো. নাজির আহমেদ বলেন,  একদিন আমরা থাকবোনা আমাদের ভালো কাজের ফলাফল গুলো  থাকবে আমরা  তা ফিরে পাবো। আমাদের প্রত্যেকের উচিত দশের জন্য দেশের জন্য ভালো কিছু করা ।  আমি সচিবালয়ে চাকরি করেছি, বঙ্গবন্ধুর কাছ থেকে দাবি আদায় করেছি, জিয়াউর রহমানের কাছ থেকে দাবী আদায় করেছি। বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী কর্মচারি বান্ধব সকল দাবী দাওয়া তিনি যোক্তিক মেনে নেন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত , আগামীতে এদেশ তারা নেতৃত্ব দিবে। তারা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নাহলে এগুরু দায়িত্ব তারা পালন করতে পারবেনা। লেখাপড়ার সময় অবশ্যই লেখাপড়া করতে হবে। খেলাধুলায় মন-মানসিকতা ভালো রাখে, শরীর গঠনে সহায়ক ভূমিকা রাখে । খেলাধুলার মাধ্যমে আমাদের দেশের অনেক তরুন খেলোয়ার বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এসময় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন, লেখাপড়া ও খেলাধুলা উভয়ই আমাদের শিশুদের জন্য প্রয়োজন। শুধু খেলাধুলা কিংবা শুধু বইপড়া শিশুদের শারীরিক বিকাশে সহায়ক হয়না। শিশুদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে হলে পুষ্টিকর খাবার খাওয়ানো  এবং  খেলাধুলার চর্চা করতে হবে। শিশুরা খেলাধুলার সুযোগ নাপেলে অপরাধের দিকে যেতে পারে। অভিবাবক হিসেবে আমাদের কর্তব্য আমাদের শিশুরা কার সাথে মিশছে, কি করছে সেসব খেয়াল রাখা। তাই অবসর সময়ে শিশুদের খেলাধুলায় ব্যাস্থ রাখতে হবে। ইলেট্রনিক্স ডিভাইস থেকে শিশুদের দূরে রাখতে হবে। আজকাল  অবশ্য ডিভাইস ছাড়া অনেক শিশু খাবার খেতে পর্যন্ত পচন্দ করেনা। ডিভাইসের ক্ষতিকর দিক থেকে তাদের দূরে রাখতে হলে  খেলায় ব্যস্থ রাখতে হবে। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ১০নং গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগ নেতা এমরান হোসেন। ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ফুটবল হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন কোমলমতি শিশুরা ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১:১২)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১