মোশারফ হোসেন ফারুক মৃধা:
জামালপুরের ৭১ টিভি ও বাংলা নিউজ ২৪ কম এর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফরিদগঞ্জের কর্মরত সাংবাদিক বৃন্দ।
সোমবার ১৯ জুন সকালে উপজেলা গেইট চত্বরে আয়োজিত মানববন্ধনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সদ্য নবনির্বাচিত সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মানিক পাঠান, আমান উল্যা আমান, সদ্য নবনির্বাচিত সাধারন সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, জামালপুরের ৭১ টিভি ও বাংলা নিউজ ২৪ কম এর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর নৃশংস হত্যাকান্ডে সারা বাংলাদেশের কলম সৈনিকদের মনে রেখা পাত করেছে। এ হত্যাযজ্ঞ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বউচ্চ শাস্তি মৃত্যু দন্ড দাবি ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা আরোও বলেন, গোলাম রাব্বানী নাদিম পূর্ব যেসকল সাংবাদিক দের নৃশংস হত্যা করা হয়েছে ঐ দুষিদেরকে ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্য দন্ডের দাবি জানান। দেশের সকল জেলা, উপজেলা যে যে স্হান থেকে সাংবাদিকরা দায়িত্ব পালন করছে সে সকল সাংবাদিক সহ দেশের সকল মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহব্বান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নেতৃবৃন্দ সহ ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত ইলিকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।