মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায়, উপজেলা পরিষদ চত্তরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নায়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি সম্প্রসারনের আয়োজনে এ মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নায়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবির, সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা.শিবলী খন্দকার,
কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।
এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ কৃষি অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ ও বিভিন্ন এলাকার কৃষি উদ্যোগক্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন নার্সারী ও কৃষি উদ্যোগক্তাগণ মেলায় স্টল বসিয়ে তাদের উৎপাদিত কৃষিপণ্য মেলায় প্রদর্শন করেন। আগামী ২১ জুন পযর্ন্ত এ মেলা চলবে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল ০১৭৭০০৭০১১১