ফুলবাড়ীতে কৃষক‌দের মা‌ঝে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতর‌ণের উ‌দ্বোধন

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি: দিনাজপুরের ফুলবাড়ী‌তে উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে ক্ষুদ্র ও প্র‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে বিনা মূ‌ল্যে বীজ ও রাসায়‌নিক সার বিতরণের উদ্বাধন করা হ‌য়ে‌ছে।

সোমবার (১৯জুন) সকাল ১১টায় উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌রে বীজ ও সার বিতরণের উ‌দ্বোধন করা হয়।
২০২৩-২৪ মৌসু‌মে রোপা আমন চা‌ষে উদ্বুদ্ধ কর‌ণের ল‌ক্ষ্যে ৮৬০জন ক্ষুদ্র ও প্র‌ান্তিক কৃষক‌দের মা‌ঝে এসব বীজ ও সার বিতরণ করা হবে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়া‌সিকুল ইসলা‌মের সভাপ‌তিত্বে এ‌তে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মো. রওশন কবির, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃ‌ষি‌বিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শিবলী খন্দকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।
এসময় বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্র‌ন্তিক কৃষকগণ উপ‌স্থিত ছি‌লেন।

উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর সূ‌ত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছ‌রে খ‌রিফ-২/ ২০২৩-২৪ মৌসু‌মে রোপা আমন চা‌ষে উদ্বুদ্ধ কর‌ণের ল‌ক্ষ্যে ক্ষুদ্র ও প্র‌ান্তিক কৃষক‌দের মা‌ঝে বিঘা প্র‌তি ৫‌কে‌জি রোপা আমন (ব্রি-৭৫) ধা‌নের বীজ, ১০‌কে‌জি ডিএপি (ড্যাব)ও ১০‌কে‌জি এমওপি (পটাশ) সার বিতরণের উ‌দ্বোধন করা হয়ে‌ছে। পর্যায়ক্র‌মে তা ৮৬০জন ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে বিকরণ করা হ‌বে।

প্রেরক,
মেহেদী হাসান
ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি
মোবাইল ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:০৭)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০