মোশারফ হোসেন ফারুক মৃধা:
দেশের বরেণ্য সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠন ঐতিহ্যবাহী “ফরিদগঞ্জ প্রেসক্লাব”র নব নির্বাচিত সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা। সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, সাকেক সভাপতি মো. নুরুন্নবী নোমান প্রমুখ।
উল্লেখ শুক্রবার (১৬ জুন) ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে আগামী ৩ বছরের জন্য মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক পদে মো. নূরুল ইসলাম ফরহাদকে নির্বাচিত করা হয়।