নওগাঁয় দলিল লেখক সমিতির অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এক যুবক

 

 

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশ পথে “আমার দলিল, আমিই লিখব” ফেস্টুন ও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে দলিল লেখক সমিতির অনিয়মের বিরুদ্ধে তিনি একা এই আন্দোলন শুরু করেন।

জমি রেজিষ্ট্রির সাথে সাথে সরকারি খরচের পরেও দলিল লেখক সমিতির মনগড়া নিজস্ব সমিতির বাড়তি মোটা অংকের খরচ বাঁচাতে প্রতিবাদে একাই ঝাপিয়ে পড়েন তরুন এই যুবক আবু সাঈদ পলাশ।

গত সোমবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যান দিনি। সাহসী যুবক আবু সাঈদ পলাশ বলেন, ‘সারাদেশের মানুষ দলিল লেখক সমিতির কাছে জিম্মি। তাদের নির্দিষ্ট ফি প্রদান ছাড়া কোন সাধারণ মানুষ জমি রেজিস্ট্রি করতে পারেন না। একজন সাধারণ মানুষ যদি আইনজীবী ছাড়া নিজের মামলা নিজে লড়তে পারেন তাহলে কেন একজন সাধারন মানুষ তার নিজের জমির দলিল নিজে লিখতে পারবেন না। একজন সাধারণ মানুষ যদি তার নিজের দলিল নিজে লিখতে পারেন তাহলে এই দুর্নীতির হাত থেকে রেহাই পাওয়াও সম্ভব। তাই দলিল লেখক আইনের পরিবর্তন হাওয়া জরুরী। তা না হলে এই জিম্মি দশা থেকে সাধারণ মানুষ কোনদিনই মুক্তি পাবে না।

তিনি আরো বলেন, এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চলমান থাকবে। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে আমি এখানে দাড়াবো। জানিনা কবে আমার আন্দোলনের সার্থকতা পাব, আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, আমরা কোন সরকারী বেতন ভাতা পায়না, সরকারও দেয়না, আর এ কারণে সমিতির সকল সদস্যদের পেটের রুজির কথা ভেবে আমাদের সমিতিতে কিছু অতিরিক্ত টাকা নেয়া হয়।’

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:৫২)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০