নওগাঁয় রোগীকে ধর্ষনের চেষ্টা মামলায় চিকিৎসক জেল হাজতে

 

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে চিকিৎসার নামে চেম্বারে রোগীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় মামলা দয়েরের পর পুলিশ ধর্ষনের চেষ্টাকারী হোমীও চিকিৎসককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

ধর্ষনের স্বিকার নাবালিকা মেয়ের মায়ের থানায় দায়ের করা এজহার সূ্েরত্র জানা গেছে গত ১৬জুন ৬ষ্ঠ শ্রেণীতে পড়-য়া মেয়েটি মা’ তার ১১বছরের নাবালিকা মেয়েকে চিকিৎসরা জন্য সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের আলাউদ্দীন (বিশুর) ছেলে মো: দেলোয়ার হোসেন এর আশড়ন্দ বাজারে অবস্থিত হোমিও চিকিৎসালেেয় নিয়ে যায়। এরপর হোমিও চিকিৎসক দেলোয়ার রোগীকে দেখোর পর চিকিৎসার জন্য তার মেয়েকে চেম্বারে রেখে রোগীর মা’কে বাজারে শরিসার তেল আনতে পাঠিয়ে দেন। এরপর চিকিৎসক দেলোয়ার চেম্বারের মধ্যে পর্দার আড়ালে রোগী মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে সোফায় বসিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এমন সময় মেয়েটি মা’ বাজার থেকে তেল নিয়ে এসে মেয়ে এবং চিকিৎসকে দেখতে না পেয়ে পর্দা তুলে তার মেয়েকে ক্রন্ধন অবস্থায় ও চিকিৎসককে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। এরপর ধর্ষণের স্বিকার মেয়েটির মা’ গত রোববার বিকেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ওই দিন সন্ধ্যার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা হাজতে নেন এবং পরদিন সোমবার সকালে ধর্ষন চেষ্টার মামলার দায়ে তাকে নওগাঁ কোটে চালান করেন। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি ধর্ষন চেষ্টার মামলার সত্যতা স্বিকার করেন এবং যার মামলা নং৩৪৫ তারিখ ১৮/৬/২৩বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১১:৩০)
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০