শেরপুরে প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়েছে।
২০ জুন মঙলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি ওই  কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
স্বাগত বক্তব্য দেন শেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রায়হানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুরের
 সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।
কর্মশালা পরিচালনা করেন সহকারি পরিচালক (এমসিএইচ) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) আ ন ম মোস্তফা কামাল মজুমদার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকিৎসা কর্মকর্তা (এমসিএইচএফপি) ডা. হোসাইন মোহাম্মদ আল ইমরান।
সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি দিদারুল আল্ আমিন।
কর্মশালায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সকল মাঠকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:৪৫)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১