শীর্ষসন্ত্রাসী হত্যা অস্ত্রসহ ৭ মামলার আসামী আটক

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম লোহাগাড়া এলাকার শীর্ষসন্ত্রাসী এবং হত্যা ও অস্ত্রসহ ৭টি মামলার পলাতক আসামী তৌহিদুল ইসলাম আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ র‌্যাব-৭ এর হাতে আটক।

গত ২৪ জুন একটি আভিযানিক দল পালানোর চেষ্টাকালে আসামী তৌহিদুল ইসলাম (২৭), পিতা- আবু তাহের, গ্রাম-বড়হাতিয়া থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করে।

উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং তার হেফাজতে থাকা ২টি ওয়ানশুটার গান,২রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত অস্ত্র গুলি দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয় এলাকায় প্রভাব বিস্তার, চাদাবাজী, মাদক পরিবহন এবং সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামী আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে স্থানীয় গরুর বাজারে চাঁদাবাজী এবং অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করে বলে অকপটে স্বীকার করে।

সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী তৌহিদুল ইসলাম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় হত্যা, সস্ত্রাসী, ডাকাতি, দুর্ধষ চাঁদাবাজী, হত্যাচেষ্টা এবং অস্ত্র আইনে ০৭টি মামলা পাওয়া যায়।

আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আফসার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (বিকাল ৩:২০)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০