রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ অন্য মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর চক্রের চার সদস্যকে আটক করে রামপাল থানায় হস্তান্তর করেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত সিকিউরিটি গার্ড সদস্যরা।
এ ঘটনায় সেন্টি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানীর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত সিকিউরিটি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
৪ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে সিকিউরিটি গার্ড সদস্যরা খবর পায় রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মানাধীন নতুন অডিটোরিয়াম’র পূর্ব উত্তর কোনার ওয়াচ টাওয়ারের পাশ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর এলাকার মোঃ আবু জাফর’র পুত্র পারভেজ শেখ(২৪), ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকার মৃত আবু বক্কর’র পুত্র সালাম শেখ(৩৫), মোঃ ইয়াছিন শেখ’র পুত্র মোঃ ধলু শেখ(২৪), ওমর শেখ’র পুত্র শুকুর শেখ (২২) কে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ ৪০ (চল্লিশ) কেজি তামার তার ও ছোট-বড় সাইজের লোহার এঙ্গেল, পাইপের ভাঙা অংশ ও টিনের এঙ্গেলর ভাঙা অংশ ২০০(দুইশত) কেজি মোট ২৪০ কেজি মালামাল উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ২৪০ কেজি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।