আমিরাতে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সহ-সভাপতি নির্বাচিত চাঁদপুরের সাগর চন্দ্র স্বপন

 

নিজস্ব প্রতিনিধিঃ
আমিরাতে সার্কভুক্ত বিশ্বের আটটি দেশের গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত সার্ক সাংবাদিক ফোরামের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৬ই জুন দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই চ্যাপ্টারের এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর ফলে এসজেএফ বিভিন্ন দেশের মতো আমিরাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এতে প্রবাসে কর্মরত সার্ক অঞ্চলের সাংবাদিকদের সংগঠিত করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এদিকে সার্ক দেশগুলো ছাড়াও সারাবিশ্বে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে নেপালভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থা।

এ সময় এসজেএফ ইউএই চ্যাপ্টারের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাই টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল, সিনিয়র সহ-সভাপতি খালিজ টাইমস প্রতিনিধি মোজাফফর রিজভি, সহ-সভাপতি প্রবাস মেলা আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক ও দৈনিক বাংলার অধিকারের সম্পাদক সাগর চন্দ্র স্বপন।

সাগর চন্দ্র স্বপন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদ ও গণমাধ্যমের সাথে সংপৃক্ত রয়েছেন,
তিনি ১৯৯৯ সাল থেকে লেখালেখি শুরু করেন তিনি বেশ কয়েক টি প্রিন্ট পএিকায় কাজ করেছে এর মধ্যে দৈনিক দেশবাংলা, দৈনিক মানবাধিকার প্রতিদিন, মিরপুর প্রতিদিন, দৈনিক ভোরের সূর্য, দৈনিক সাপ্তাহিক মানব খবর, দৈনিক প্রতিদিনের কাগজ,দৈনিক অনাকান্তির কন্ঠ, দৈনিক বাংলার অধিকার, সাগর চন্দ্র (স্বপন) কয়েকটি সংগঠন এর সাথে কাজ করে আসছেন।

এর পূর্বে তিনি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার সংগঠন এর আন্তজার্তিক বিষয় সম্পাদক, আমরা মুক্তিযুদ্ধের সন্তান হাজিগঞ্জ উপজেলা সহ সম্পাদক হিসেবে কাজ করছেন,
বর্তমানে বাংলাদেশ রিপোর্টাস ইউনিট ইউ এ,ইর নির্বাহী সদস্য হিসাবে কাজ করে আসছেন, তিনি প্রবাসের মাটিতেও দীর্ঘদিন ধরে পএ পএিকায় দেশের কথা প্রবাসির কথা বহির বিশ্বে তুলে ধরছেন। জানা যায় তিনি দুটি আলোচিত অনলাইন সংবাদপত্রের একটির সম্পাদক ও প্রকাশক অন্য একটির নির্বাহী সম্পাদক, এসজেএফর সহ-সভাপতি নির্বাচিত করায়
এসজেএফের নেপাল ইউএই চ্যাপ্টারের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

এসজেএফ সভাপতি রাজু লামা ও মহাসচিব আবদুর রহমান এসজেএফ ইউএই চ্যাপ্টারের নবগঠিত অধ্যায়ের নেতাদের অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

এ সময় এক ভিডিও বার্তায় এসজেএফের মহাসচিব মো. আব্দুর রহমান বলেন, খুব শীঘ্রই ইংল্যান্ড, ইউরোপ, জাপানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন অধ্যায় (এস জেএফ) ঘোষণা করা হবে। আমি সংযুক্ত আরব আমিরাতে নতুন কমিটির সাফল্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:০৭)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১