শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানের ১নং হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা বৃন্দাবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী সম্প্রদায়ের ১০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমি পাকা ঘর।গতকাল বুধবার বিকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী সম্প্রদায়ের ১০ পরিবারের হাতে নির্মিত বসত ঘর চাবি হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। এর আগে উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর জন্য নব নির্মিত আনাসার ব্যারাকের উদ্ধোধন করেন ডিসি।পরে রাউজান পৌরসভা কার্যালয়ের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু গণপাঠাগার পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ বশির উদ্দিন খান, প্যানেল মেয়র (২) অ্যাডভোকট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, দিলীপ কুমার চৌধুরী, নাছিমা আকতার, জেবুন্নেসা,জান্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ।