নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

ইয়াসিন আহমেদ: নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পাইকারী ঔষধ
বিক্রয়কারী প্রতিষ্ঠান পিএনসি’র উদ্যোগে এবং অনলাইন মেডিসিন সপ অরোগ্যর
সহযোগিতায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) রাজধানীর মিরপুরের বাউনিয়াবাধ এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিএনসি’র সিইও আহমেদ নিটুল, আরোগ্যের ম্যানেজার সুমন
আহমেদ, ছাত্রলীগ মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি কামাল উজ্জ্বল।

কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ছাত্রলীগের পল্লবী থানার
সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ খান।

এ সময় আহমেদ নিটুল বলেন, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি হিসেবে অন্য সব
কোম্পানীর মতো পিএনসি এবং আরোগ্য সব সময় নারীদের স্বাস্থ্যসেবার বিষয়টি
সর্বোচ্চ গুরুত্ব দেয়। তারই ধারাবাহিকতায় সারাদেশে নারীদের স্বাস্থ্যসেবা
নিশ্চিতের লক্ষ্যে দেশব্যাপী বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছি।
অনেকেই লোক লজ্জ্বার ভয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে অস্বস্তিবোধ করে। যা
কখনও কাম্য নয়। এই বিষয়ে সচেতনতা তৈরীর উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচী
দেশব্যাপী চালাবো। বাংলাদেশে যারা সেনেটারী নেপকিন ব্যবহার করে, তাদের
কাছে নতুন বাজারে আসা শতভাগ হাইজেনিক, এ্যালার্জি ফ্রি প্যান্টি সিষ্টেম
“পিংক” দ্রুত জনপ্রিয় হচ্ছে। তাছাড়া বাংলাদেশে একমাত্র পিংকই দিচ্ছে
পরিবেশ বান্ধব প্যাক। তাই বিনামূল্যে বিতরণের জন্য “পিংক” সেনেটারী
নেপকিনকে আমরা গ্রহণ করেছি।

আরোগ্যের প্রতিনিধি সুমন আহমেদ বলেন, আমরা সবসময় অনলাইনে ২৪ ঘন্টা গ্রাহক
সেবা দিতে প্রস্তুত। যারা সামাজিক ট্যাবু হিসেবে স্যানিটারি ন্যাপকিন
সংগ্রহ করতে অস্বস্তি বোধ করেন, তারা কোন সংকোচ ছাড়া আরোগ্যতে অর্ডার
দিতে পারেন। আমাদের প্রথম অর্ডারে কোন ডেলিভারী চার্জ নেই। এছাড়া ১ হাজার
টাকা সমপরিমাণ ঔষধ ক্রয়ে ডেলিভারী চার্জ সবসময়ই ফ্রি। আরোগ্য গ্রাহকদের
জন্য ঔষধ এবং মেডিসিন সামগ্রি ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে।

কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রসঙ্গে মো. সবুজ খান বলেন, যে
কোন ভাল উদ্যোগের সাথে আমি রয়েছি। তাই এমন একটি প্রোগ্রাম সফল করতে পেরে
নিজেকে ভাগ্যবান মনে করছি। সেই সাথে সমাজের জন্য কিছু করতে পারার
তৃপ্তিটুকুও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১০:২২)
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০