হাইমচরে জোর পূর্বক জায়গা দখলের চেষ্টা বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত : ২ জন

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজোর ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা করেন মোঃ ইউসুফ মোল্লা। গত সোমবার ৩ জুলা বিকাল আনুমানিক ৪ টায় চরভাঙ্গা ৯ নং ওয়ার্ড গাজী বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে জানাযায়, ইউসুফ মোল্লা ও তার আত্মীয় স্বজন মিলে জোর পূর্বক আবুল গাজী গং এর ক্রয়কৃত সম্পত্তি দখলের জন্য গাছ কাটতে যায়। এতে খাজা আহমদ গাজীর ছেলে সাইফুল ইসলাম বাদা প্রদান করলে ইমান মোল্লা, ইউসুফ মোল্লা, লোকমান মোল্লা, অলু মোল্লা টিটু দেওয়ান রহিম দেওয়ান সহ একদল সন্ত্রাসী মিলে সাইফুল ইসলামের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে চাচি সুমি বেগম আগিয়ে আসলে তার উপরেও হামলা করেন এবং গলায় থাকা ১২ আনা ওজনের একটি সোনার সেইন চিনিয়ে নেয়। পরবর্তীতে লোকজন জড়োহলেন হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় গুরুতর আহত সাইফুল ইসলাম ও সুমি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৫, তারিখ- ৫/৭/২৩।
উল্লেখ, সাবেক ১৫১ হাল ৩৩ নং চরভাঙ্গা মৌজায়, সি এস-৫৪(চ), আর এস-(৫০) বিএস-১০০২, নালিশি সম্পতির সাবেক সিএস ১১৬৯, ১১৭০, ১১৭৩ হালে বি এস- ৫৫৬৬ দাগে ১৬ শতাংশ ৪০ পয়েন ভূমি নিয়ে বিবাদী ইউসুফ মোল্লা চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং ৯৭১/২০ দায়ের করে। এতে গত ২৮/১০/২১ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোবর ২য় পক্ষ কে অব্যাহতি দিয়ে মামলারি নথিজাত করে। পুনরায় এই ভূমি নিয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর- ১৬৫/২২ আবুল গাজী গং এর বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলাটিও ২০৩ ধারায় খারিজ করা হয়। আবার তিনি অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ হাইমচর সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা ৪৬১/২২ মামলা করে। বর্তমানে মামলাটি চলমান রেখে আদালত অবমাননা করে সন্ত্রাসী বাহিনি নিয়ে জোর পূর্বক ভুমিতে থাকা সুপারি গাছ কেটে দখলের চেষ্টা করে। এবং প্রতিপক্ষের উপর অহেতুক হয়রানির চেষ্টা করে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:৫৭)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০