স্টাফ রিপোর্টার। চাঁদপুর শহরের রেল ক্রসিং এলাকায় হোসানিয়া জামে মসজিদে চাঁদপুর সদর জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ (রা;) র ওরস মোবারক ও দাওয়াতুল খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার বাদ এশার পর সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ (রা;) র ওরস মোবারক ও দাওয়াতুল খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি চাঁদপুর জেলার সভাপতি আলহাজ্ব অধ্যাপক শাহ জামাল তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সহ-সভাপতি ,অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, এ সময় আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ মাহফুজুল্লাহ খান, সহ গাউছিয়া কমিটি নেতৃবৃন্দ
অনুষ্ঠান সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি চাঁদপুর সদর উপজেলা মাওলানা মোঃ হাসানুজ্জামান, পরিচালনা করেন ছিলেন মাওলানা নোমান, আহমেদ,।পরে আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন আবু জাফর মাইনুদ্দিন। তবে জানা সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ( রা:)র ওরস মোবারক উপলক্ষে এ দাওয়াতুল খায়ের মাফিল ধারাবাহিক অনুষ্ঠিত হবে।