পিরোজপুর প্রতিনিধি : চলমান গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার এর উদ্যোগে ও আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদের সৌজন্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে
প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে শহীদ নুরে আলম স্মৃতি বনাম শহীদ অমিত হাসান অনিক স্মৃতি।
প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এছাড়াও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
ফুটবল খেলায় অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ বাহাদুর, জেলা যুবদলের প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ শিকদার, স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক শাহরিয়ার আহমেদ শিশির, পৌর ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল খান,সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদ হাসান জুয়েল, যুবদল নেতা মেহেদী শিকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ রাব্বি হাওলাদার, সদর থানার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রহিম আকন রেজা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম।
এসময় থানা, পৌর, কলেজ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি