গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধনভুক্ত সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা শাখার ২ (দুই) বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি আবুল বাসার মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় সাংবাদিক সংস্থা’র চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি হিসেবে দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোসাদ্দেক হোসেন জুয়েল শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ও দৈনিক জনপদ বার্তা’র সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজা’কে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেয়া হয় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক রাফিউ হাসান হামজা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সংখ্যায় নয় গুনগতমানে বিশ্বাসী। স্বচ্ছ ও পরিচ্ছন্ন সাংবাদিকদের নিয়ে আমাদের পথ চলা। সুস্থ ধারার সাংবাদিকতায় আত্ম নিয়োগ করার জন্যে মফস্বলের সকল সাংবাদিকদের আহ্বান জানান তিনি।