মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার খয়েরবাড়ী বাজারে ভাতা ভোগীদের এই লাইফ ভেরিফিকেশন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এতে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান।
এসময় তিনি জানান, উপজেলায় বয়স্ক ৮ হাজার ৫৪০জন,বিধবা ৫ হাজার ৭৬৩জন ও প্রতিবন্ধী ৩ হাজার ৭৯৮জন ভাতা ভোগী রয়েছে। এসব ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন করা হচ্ছে। যা খয়েরবাড়ীতে উদ্বোধন করা হলো,পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কার্যক্রম চলবে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১