রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সুইডেনে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনায় ও ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১০ জুলাই) সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার গিলাতলা বাজারের গিলাতলা যুব সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরাফপুর কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ শাহ জালাল, গিলাতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, কাশিপুর হাজী আরিফ (রাঃ) হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ রাজিবুর রহমান লিটন, সমাজসেবক গাজী রাসেলসহ অত্র অঞ্চলের হাজারো ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।