অবৈধভাবে টিসিবি’র পণ্যসহ মজুদকারী সিন্ডিকেটের আটক-৪

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন
অবৈধভাবে টিসিবি’র তৈল গুদামজাতসহ অন্য তৈলের লোগো ব্যবহার করে বিক্রয় এবং মজুদ করার দায়ে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ০৪ জনকে আটক করেছে র‌্যাব-৭।

আজ ১১জুলাই,মহানগরীর বিসিএসআইআর গবেষনাগার এর বিপরীত পার্শ্বে কালাম স্টোরে অভিযানে মজুদ মালামাল সহ ও অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হল ১। মোঃ খোরশেদ আলম (৪০), পিতা-আবুল কালাম, সাং-ধর্মপুর, থানা- লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, ২। আব্দুল সালাম (৪৭), পিতা-মৃত ইলিয়াছ, সাং-আদাতলা, থানা-ভোলাহাট, জেলা-চাপাইনবাবগঞ্জ ৩। মোঃ নয়ন (২২), পিতা-আব্দুল ছালাম, সাং-আদাতলা, থানা-ভোলাহাট, জেলা-চাপাইনবাবগঞ্জ এবং ৪। আল হাদীস (২৪), পিতা-মোঃ এনামুল, সাং-সাগরুইল, থানা-গোমস্তাপুর, জেলা-চাপাইনবাবগঞ্জ।

গোপন সংবাদে টিসিবি’র সয়াবিন তৈল খোলা বাজারে সাধারণ মানুষের নিকট সল্প মূল্যে বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুদ কারীদের মালামাল সহ আটক করে।

জিজ্ঞাসাবাদ তাদের দেখানো ও শনাক্ত মতে দোকানের ভিতর থেকে টিসিবি লোগোযুক্ত ২৫৫২লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এবং দীর্ঘদিন যাবৎ টিসিবি’র পন্য সংগ্রহ করতঃ অবৈধভাবে দোকানে মজুদ রেখে টিসিবি’র লোগো সম্বলিত সয়াবিন তৈলের বোতলে অন্য তৈলের লোগো লাগিয়ে বিক্রয় করে আসছে।

সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে যেখানে টিসিবি’র সয়াবিন তৈল ১০০টাকা দামে খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রয়ের কথা থাকলেও আটককৃত অসাধু ব্যবসায়ী তা না করে তারা নিজেদের ভাড়াকৃত দোকানে অবৈধভাবে মজুদ করে পরবর্তীতে কালোবাজারের মাধ্যমে অন্যান্য সাধারণ পণ্যের ন্যায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করে অসহায় সাধারণ ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে আসছে। যার দরুণ সাধারণ ভোক্তাগণ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য পায় না। ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আসামী এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১১:৪৭)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১