মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজার রহমান।
মঙ্গলবার বিকেল ৩টায় তিনি ফুলবাড়ী থানায় ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
জানাগেছে,এর আগে তিনি দিনাজপুর জেলা গোয়েন্দা শাখায় দেড় বছর ওসি হিসেবে দায়িত্ব পালণ করেন,এরপর তিনি পার্বতিপুর মডেল থানায় এক বছর পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে দায়ীত্ব পালন শেষে ফুলবাড়ী থানায় পদায়নকৃত পদে ওসি হিসেবে যোগদান করলেন। তার গ্রামের বাড়ী পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলায়।
নবাগত ওসি মোস্তাফিজার রহমান বলেন, ফুলবাড়ী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি এই উপজেলাকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব। এসময় বিদায়ী ওসি মো. আশ্রাফুল ইসলাম নবাগত ওসি মোস্তাফিজার রহমানকে ফুল দিয়ে বরণ করেন এবং দায়ীত্ব হস্তান্তর করেন।
এসময় ফুলবাড়ী থানার সকল অফিসাগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী ওসি মো.আশ্রাফুল ইসলাম এর বাড়ি লক্ষিপুর জেলায় । তিনি দুই বছর এই থানায় দায়িত্ব পালন করার পর তাকে চট্রগ্রামে বদলি করা হলো।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১