চিলমারীতে গাঁজাসহ আটক- ৩

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাদক বিরোধী অভিযানে তিনজনকে আটক করেছেন, চিলমারী মডেল থানার পুলিশ। এ সময় সাথে থাকা সাড়ে চার কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে। গতকাল রাত ১২টার দিকে রমনা ঘাট থেকে তাদের তিনজন কে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ হারেসুল ইসলাম।
আটক তিন আসামীরা হলেন, নাগেশ্বরী উপজেলার “মোমিন পাড়া” এলাকার মোঃ আশরাফুল আলম প্রধান (২৮), একই উপজেলার “বিদ্যুৎপাড়া” এলাকার মোঃ আবু হানিফ (২৪) ও অপরজন ফুলবাড়ি উপজেলার “অনন্তপুর” এলাকার মোহাম্মদ ময়েন মিয়া (৩৬)। পুলিশ বলেছেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে রমনা ঘাট (চিলমারী নদীবন্দর) এলাকা থেকে এই তিনজনকে সাড়ে চার কেজি গাঁজাসহ একটি মোটর সাইকেল আটক করা হয়েছে। তবে তারা নদী পথে মাদক পাঁচারের সাথে জড়িত বলে ধারণা করছেন পুলিশ। নদীপথে এসব গাঁজা রৌমারী রাজিবপুরের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলেন। চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ হারেসুল ইসলাম বলেন, ফুলবাড়ি থেকে মাদক নিয়ে নদী পথে তিনজন মাদক পাঁচার করে রৌমারী-রাজিবপুরের উদ্যেশ্যে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের তিনজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, চিলমারী-উলিপুরসহ জেলাজুড়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তিনজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। মাদকমুক্ত জেলা করতে পুলিশ কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:০৪)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০