রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মহাগ্রন্থ পবিত্র কুরআন শরিফ পোড়ানো ও ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
(১২ জুলাই) বুধবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ”তারুণ্যের আলো”র উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তারুণ্যের আলো’র সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাফেজ জিল্লুর রহমান, হাফেজ তালিমুল ইসলাম, সরদার অলিয়ার রহমান, মল্লিক আব্দুল হাই।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আবুল হাসান মিঠুন, মল্লিক মোহাম্মদ জামানসহ বাইনতলা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো ধর্মপ্রান মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুইডেনে পবিত্র ঈদুল আযহার দিনে স্টকহোমের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামের এক নাস্তিক পবিত্র কুরআন শরিফে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তাকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী করেন এবং সুইডেনের সকল পন্য বয়কট করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান।