রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হার্টের ত্রুটি ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
(১৩ জুলাই) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় ও সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত্ব ২২ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর মাঝে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান প্রমুখ।