ঠাকুরগাঁও প্রতিনিধি : সাবেক সফর রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীরবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরআন খতম দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলটি নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর সভাপতিত্বে
এ সময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তমিজ উদ্দিন আহমেদ, যুগ্নু সাধারণ সম্পাদক সালেকুল হক টুলু, সহ- সাধারণ সম্পাদক মনতাজুর রহমান মন্তা, যুগ্ন সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, যুগ্ন দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম শ্যামলসহ অন্যান্যরা।
পৌর শহরের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ মোহাম্মদ তছিকুল ইসলাম দোয়া পরান।
আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান চেয়ারম্যানের দিকনির্দেশনায় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির অতীতেও যেমন শক্তিশালী ছিল এখনো ঠিক তেমনি আছে। সাধারণ মানুষ জাতীয় পার্টি কে ভালোবাসে বলেই আজ শক্ত অবস্থায় রয়েছে দলটি। কারণ জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের সুখে দুখে পাশে থাকে।