সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাঙচুর,অগ্নিসংযোগ,আহত ৪

মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়,এতে আহত হন ৪ জন।
আহতরা হলেন, ১,মোসাম্মৎ শিল্পী(৩২) ২, মো : নবীর হোসেন(৪৫)৩, মো: নুর আলম (২৪)৪,মো:উজ্জল (৩৫)।
আহতদেরকে দাঁড়ালো কুড়াল,লোহার রড, দা ও চাপাটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।আহতদের মাঝে মোহাম্মদ নবীর হোসেনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
এ বিষয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিল্পী। অভিযোগ সূত্রে ও সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়,বিবাদীগণ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। বিবাদীরা হলেন,১,মো: তাকবির (৩৫)২,বিল্লাত (৩২)উভয় পিতা মো: মোসলেম ৩,মো: আক্তার (৩৩)৪,মো: আমজাত(২৬) উভয় পিতা মো: আউয়াল, ৫,আউয়াল (৬০) পিতা মৃত বাদশা, ৬,মো: মঞ্জু (২৮),৭,মো: সুলতান (২২)উভয় পিতা মৃত বারেক, ৮,মোসাম্মৎ ফেরদাউস (৪২)স্বামী বিল্লাত, ৯,মোসাম্মৎ তানিয়া (২৬)স্বামী মোঃ আক্তার, ১০,লাখি (২৪)স্বামী আমজাত,১১,মোসাম্মৎ জয়নব (৪০)স্বামী আউয়াল সর্বসাং চেঙ্গাকান্দি,ইউপি:বারদী, থানা: সোনারগাঁও জেলা: নারায়ণগঞ্জ সহ আরোও অজ্ঞাত ৪-৫ জন।
বারদী ইউনিয়নের চেংগাকান্দি এলাকায় ঘুরে জানা যায়,বিবাদীগণ উশৃংখল ও খারাপ প্রকৃতির লোক।
বাদী পক্ষের সাথে বিবাদী গনের জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দেওয়ানী মামলা হয়,উক্ত মামলায় শিল্পী,মো: শাহ জালাল ও মোছাম্মৎ হোসনে আরা কারাভোগ করে ১৫/০৭/২০২৩ তারিখ আনুমানিক ৮:৩০ মিনিটে জামিনে মুক্ত হয়ে তাদের নিজ বাড়িতে আসলে।
বিবাদীগণ বাদীপক্ষের বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করিয়া,বাড়িঘর ভাঙচুর,অগ্নিসংযোগ সহ বাদী পক্ষের লোকজনদেরকে দাঁড়ালো কুড়াল,লোহার রড,দা ও চাপাটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে মারাত্মকভাবে আহত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বিবাদীগণ বাদীপক্ষকে আহত করে ৮ আনি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়,যার আনুমানিক মূল্য ৪৫০০০/ টাকা,
বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঘরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ৯৫ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে যায় যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা। বাদী পক্ষের ডাক চিৎকার শুনে  আশেপাশের লোকজন ছুটে আসলে ভবিষ্যতে তাদের সাথে বিবাদে জড়ালে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।
উক্ত বিষয়ে সোনারগাঁও থানার তদন্ত ওসি আহসান উল্লাহ জানান,সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাঙচুর,অগ্নিসংযোগ ও আহত হওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অভিযোগের বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১১:৩৭)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১