রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অধীনে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী (২০ জুলাই) খুলনা বিভাগীয় ”তারুণ্যের অগ্রযাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ জুলাই) সোমবার বেলা ১১ টায় রামপাল উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ নবিরুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান(মনি), উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২০ জুলাই খুলনায় বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত সমাবেশ বিপুল জনসমাগম ও উপস্থিতির মাধ্যমে সফল করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।