রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার দীর্ঘ দিনের তিন পলাতক আসামিকে আটক করেছে।
আটককৃত আসামিরা হলেন রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা গ্রামের শেখ মুজিবুর রহমানের পুত্র মোঃ আশরাফুল শেখ একই ইউনিয়নের বাছাড়েরহুলা গ্রামের মৃত জালাল শেখের পুত্র মোঃ জয়নাল শেখ ও দক্ষিণ বেতকাটা গ্রামের বিদ্যাধর শিকদারের পুত্র বিজন শিকদার।
(১৬ জুলাই) রবিবার রাতে বিভিন্ন সময়ে গোপন সূত্রে খবর পেয়ে রামপাল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গত রাতে সিআর ও জিআর মামলার দীর্ঘ দিনের তিন পলাতক আসামিকে রামপাল থানা পুলিশ আটক করেছে এবং আসামিদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।