নিজস্ব প্রতিবেদক:
শাহরাস্তি প্রিমিয়ার লীগ ( SPL) টি-২০ ক্রিকেট খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম সংসদ সদস্য, চাঁদপুর-৫। শুক্রবার ২১ জুলাই বিকাল সাড়ে চারটায় উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়ন সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধন করেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি, চাঁদপুর-৫ আসন।
শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠুর উদ্যোগে, শাহরাস্তি প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট খেলার প্রথম দিন শুক্রবার ২১ জুলাই শাহরাস্তি থানা পুলিশ একাদশ বনাম সূচিপাড়া রাইজিং ষ্টার ক্লাবের মধ্য দিয়ে শাহরাস্তি প্রিমিয়াম লীগ টি-২০ খেলার সুচনা করা হয়।
আয়োজকরা জানান, শাহরাস্তি প্রিমিয়ার লীগ টি- ২০ খেলায় মোট ৩২ টি দল অংশ গ্রহন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানম, বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার শাহাদাৎ হোসেন রাজিব, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মদ ইরান, শাহরাস্তি পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া , উপজেলা যুবলীগ সাবেক নেতা মেশকাত হোসেন বিটু । উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, শাহরাস্তি পৌরসভা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ এনামুল হক কমল প্রমুখ।