হাইমচরের চরভৈরবী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

২২ জুলাই শনিবার সকাল ৯টায় চরভৈরবী নতুন বাজার মাঠে যৌথ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিপ্লব হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম জিতু হাওলাদারের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের যৌথ সভাটি জনসভায় পরিনত হয়েছে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, অচিরেই আমরা যে এক দফা দাবি দিয়েছি তা বাস্তবে পরিনত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আজকে এই মাঠে আপনাদের উপস্থিতিতে প্রমাণ করেযে আগামী জাতীয় নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন হবে। আজকের অবৈধ সরকার তারা যে চেষ্টা করছে বিগত দিনের ন্যায় এবারো আমাদের মা-বোনদের ভোট জোর করে নিয়ে তারা আবার সরকার গঠন করতে চাচ্ছে। এবার আমরা তা আমাদের রক্তের বিনিময়ে হলেও তা হতে দেবোনা। সামনের আন্দোলন এবং নিবার্চন জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। আজকে থেকে আপনারা সকলেই ঐক্য হয়ে কাজ করবেন, যারা আপনাদের সাথে অন্যায় ভাবে জুলুম করেছে তাদের তালিকা করতে থাকেন। আমি প্রায় শুনি এই উপজেলার বিভিন্ন ইউনিয়রে নেতাদের জমি দকল করেছে এবং আপনাদের সাথে খারাপ আচরন করছে। আপনারা সকলেই ধর্য ধারণ করেন এই বাংলার মাটিতেই তাদের বিচার হাবে, ইনশআল্লাহ।

বিশেষ অতিথীর বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.সলিম উল্লাহ সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। এসময় আরো বক্তব্য রাখেন উপজোলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান হাওলাদার, কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল মান্নান আখন, মহিলাদলের সভাপতি শাহানারা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন হাওলাদার,যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন ভুট্ট, সাংগঠনিক সম্পাদক বাদল বেপারী, চরভৈরবী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাউদ্দিন কাজী, চরভৈরবী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম সরকার,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সবুজ হোসাইন, চরভৈরবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জুবায়ের হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান শেখ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল,দক্ষিণ আলগী বিএনপির সমন্বায়ক বিল্লাল হোসেন বেপারী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান আকাশ,উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আহম্মেদ আখন, ডিগ্রী কলেজের সদস্য সচিব মোঃ আহসান হাবীব, ওলামাদলের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আনসারী, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ নজির আহম্মেদ দেওয়ানসহ ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (দুপুর ২:১২)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০