মোশারফ হোসেন ফারুক মৃধা :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরমান্দারি গ্রামের ভূঁইয়া গাজী বাড়ির মৃত আবদুল কুদ্দুস এর ছোট ছেলে রুবেল হোসেন(২৮) এর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
পারিবারিক সুত্রে জানা যায়, মৃত আবদুল কুদ্দুস এর ০৪ ছেলে এক মেয়ের মধ্যে রুবেল হোসেন সবার ছোট। জীবিকার তাগিদে রুবেল হোসেন ঢাকার একটি হোটেলে চাকরি করতেন। প্রায় ০৪ বছর রুবেলের গ্রামের নিজ বাড়ীতে আসেনা। এবং বৃদ্ধ মা, ভাই, বোন থাকা সত্বেও তাদের সাথে রুবেলের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। ২৩ জুলাই রোববার মৃত রুবেলের বাড়ীর মসজিদের মুযাজ্জিন আবুল কালাম ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের দক্ষিন পাশে একটি নারিকেল গাছে রুবেলকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্হায় দেখতে পায়। এ অবস্হায় দেখে মোয়াজ্জিন ডাকচিৎকার করলে বাড়ীর লোক জন দৌড়ে এসে রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এসময় রুবেল হোসেন এর বড় ভাই মোহাম্মদ ইব্রাহীম (৪৫) স্থাণীয় ইউপি সদস্য আমির হোসেন কে জানালে তিনি পুলিশকে সংবাদ দেয়।
মৃত রুবেলের সহদর বড় ভাই মোহাম্মদ ইব্রাহীম জানান, রুবেল হোসেন গত ৪ (চার) বছর যাবৎ বাড়িতে আসেন না, আমাদের সাথে কোন যোগাযোগ করেন না, গতকাল কখন বাড়ি আসলো তাও জানিনা। সকালে ভোরে মসজিদের পাশে নারিকেল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।
ফরিদগঞ্জ থানার এ এস আই সেলিম হোসেন জানান, খবর পেয়ে আমরা রুবেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শুরুতহাল রিপোর্টের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে । এবং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

