মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদরের চান্দ্রা- চৌরাস্তা ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার আউট লেটের কার্যক্রম শুভ উদ্বোধনী ‘মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
২৪ জুলাই সোমবার সকাল ১১টায় চান্দ্রা চৌরাস্তায় এজেন্ট ব্যাংকিং শাখার কার্যালয়ের সামনে কোরআনা তেলাওয়াতের মধ্যে দিয়ে, এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন মিয়া বাবুর সার্বিক তত্বাবধানে এবং শেখ মোঃ আলমগীর হোসেন এর পরিচালনায়, উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী,চাঁদপুর শাখার ব্রাক ব্রাংক লিঃ ব্রাঞ্চ অফিসার মোঃ বেলাল হোসাইন, অত্র ব্যাংকের টেরীটরী ম্যানেজার মোঃ মনির হোসেন, কুমিল্লা’২ ও চাঁদপুর রিজিউ টিমলিড মোঃ আলাউদ্দিন খন্দকার,হাজীগঞ্জ শাখার এজেন্ট রিলেশনশিপ অফিসার স্বপন কুমার শীল। এসময় আরো বক্তব্য রাখেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, লক্ষ্মণ সরকার, ইউপি সদস্য মোঃ কালু চৌকিদার, আঃ কুদ্দুস পিন্টু। এসময় উপস্থিত ছিলেন, চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু পাটওয়ারী, এজেন্ট ব্যাংকিং এর আউট লেট ফিল্ড অফিসার মোঃ আল আমিন মিজি, মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম হোসেন, কালাচাঁদ গাজী প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদ হাসান।