প্রেমের সম্পর্কে বিয়ে করে কচুয়ায় স্বামীর বাড়িতে তামান্না বাবা-মা মামলা করে হয়রানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার । পৃথিবীতে ভালবাসার মানুষকে নিয়ে ঘর বাধার স্বপ্ন কেনা দেখে। আমাদের সমাজে প্রায় দেখা যাচ্ছে প্রেমিক যুগল বাবা-মার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখের ঘর বেধে জীবন যাপন করে
এমন ঘটনা আহরণ ঘটে যাচ্ছে । আত্মার আত্মীয় হলে দুজনের ভালোবাসার বন্ধন তৈরি হয় পূর্ব থেকেই হয়ে আসছে প্রেম ভালোবাসার রেওয়াজ। এ সম্পর্কে অনেকেই বাবা-মার অজান্তে পালিয়ে বিয়ে করছেন আবার কেউ দুই পরিবার ম্যানেজ করে বিয়ে করছে আবার অনেকে কোট ম্যারেজ করে যুগল প্রেমিক বিয়ে করছেন।

এমনি এক ঘটনা ঘটতেছে চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের মোঃ মতিউর রহমান হিরন (মাষ্টার) মা ও হাসিনা (মাষ্টার) এর মেয়ে আতিয়া ইসমাত (তামান্না ) ১৯ ও কচুয়া উপজেলার কান্দিরপাড় আলিয়ারা রাজবাড়ী মোঃ দেলোয়ার হোসেন মা রুপবানুর ছেলে মোহাম্মদ শরীফ হোসেন এর সাথে তামান্নার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ঘরে প্রেমিক যুগল দুজনেই গত ৯/১১/২০২২ ইং চাঁদপুর বিজ্ঞান নোটারি পাবলিক্ এর মাধ্যমে
কোর্ট ম্যারেজ করে বিয়ে করে।

ইসলামী শরীয়তের বিধান রক্ষার্থে একে অপরের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । ওদিকে বেকার থাকা যাবে না বিয়ের পর স্ত্রী তামান্নাকে ভরণপোষণ দিয়ে সুখে রাখবে এই চিন্তা করে তামান্না স্বামী মোঃ শরীফ হোসেন গত ১৬,/১/২০২৩ ইং তারিকে মালয়েশিয়া চলে যান।
বাড়িতে আগের মতো থাকেন তামান্না বাবা মা জানে না সে বিয়ে করছে। তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি অনেকটাই বলে দেন যে আমি বিয়ে করেছি তামান্না বলেন শরীফকে পছন্দ করে আমি বিয়ে করি আমাদের প্রেম দীর্ঘদিনের অনেক সময় বাবা-মা সন্তানের পছন্দের ভালোবাসার মানুষটি মেনে নেয় না তাই স্বইচ্ছায় স্বজ্ঞানে এসে দুজনে চাঁদপুর কোট ম্যারেজ করে বিয়ে করি।

আমার স্বামী আমাকে সুখে রাখবে এই চিন্তা করে তাকে বিদেশে যেতে বলি্ এবং তিনি বিদেশে চলে যায়।
গত কয়েকদিন আগে আমার বাবা-মা বলেন তুই যেখানে ইচ্ছা সেখানে যা । তাই আমি আমার স্বামীর বাড়িতে
১৮/৭/ ২০২৩ তারিকে নিজেই চলে আস। কে্উ আমাকে জোর করে এখানে আনেনি। আমি আর যাব না আমার স্বামীর বাড়ি ছেড়ে। বাবা-মা দুজনে এসেছে আমাকে নেওয়ার জন্য আমি বলে দিচ্ছি আর যাব না
তারপরও তারা থানায় মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করছে বাড়িতে পুলিশ এসেছে
আমি প্রশাসনকে সাব জানিয়ে দিয়েছি যে আমি শরীফকে ভালোবেসে প্রেমের সম্পর্ক করে বিয়ে কর। তাই আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না।
এই বিষয়ে তামান্নার পিতা মোঃ মতিউর রহমান হিরন মাষ্টারের সাথে মোবাইলে যোগাযোগ করে জানতে চাইলে তিনি ফোন ধরে বলেন এই বিষয়ে আপনার সাথে পরে কথা হবে তারপর মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে স্বামী শরীফ হোসেন বিদেশ থেকে ফোনে জানিয়েছেন যে তামান্নার সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আমরা দুজন দুজনে ভালোবেসে কোর্ট ম্যারেজ করে বিয়ে করি স্ত্রীকে সুখে রাখার জন্য আমি বিদেশে চলে আসি গত কয়েকদিন আগে আমার স্ত্রী তামান্না তাহার বাবা-মার সাথে ঝগড়া করে আমার বাড়িতে চলে আসে বাড়িতে থাকা বাবা-মা আত্মীয়-স্বজন তাকে বরণ করে নেয়। এর মধ্যে আমার বাড়িতে তারা পুলিশও পাঠিয়েছে আমি তো দেশে তারা আমার স্ত্রী ও পরিবারদেরকে পুলিশ দিয়ে হারানি করছে। আমিও এ বিষয়ে প্রশাসনের কাছে বিচার চাই তিনি স্বইচ্ছায় আমার বাড়িতে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৪:৪৯)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১