ইমাম হোসাইন (রা.)এর ত্যাগের কথা স্মরণ করতে হবে- পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্

 

রাউজান প্রতিনিধি:.
বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্ (ম.জি.আ) বলেছেন আহলে বায়তে রাসুল (স.)কে মহব্বত ও স্মরণ করার নামই হচ্ছে ঈমান। মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সেদিন প্রকৃত ইসলাম ও সত্যের জন্য হযরত ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর কাছে মাথানত না করে যুদ্ধ করে শাহাদত বরণ করেছিলেন। আমাদের স্মরণ করতে হবে ইমাম হোসাইন (রা.)এর আত্মত্যাগের কথা।তিনি (২৮জুলাই) শুক্রবার রাতে রাউজানের আমিরহাট হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের একে এম ফজলুল কবির চৌধুরী হল রুমে আয়োজিত ১২তম পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও গরিব অসহায়দের মাঝে দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আহবায়ক মোঃ জাবেদ ও সচিব মাওলানা মোজাম্মেল হোসাইনের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফিলের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।উদ্বোধক ছিলেন আল্লামা ইদ্রিছ আনসারী।প্রধান বক্তার তকরির করেন অধ্যাপক মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ ক্বাদেরী।বিশেষ বক্তা ছিলেন উপাধ্যক্ষ আল্লামা কাজী সাইদুল আলম খাকী,লেখক গবেষক আল্লামা জসিম উদ্দিন আবেদী,উদীয়মান বক্তা শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী।বিশেষ মেহমান হিসাবে নাত পরিবেশন করেন প্রবাসী আলহাজ্ব মাওলানা ওসমান তালুকদার।উপস্থিত ছিলেন সোলাইমান মাস্টার,ফরিদুল আলম মাস্টার,মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,ডাক্তার মোঃ ইউছুফ,মাওলানা ইয়াছিন মাইজভান্ডারী,শেখ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,সাংবাদিক মাওলানা দিদারুল আলম কাদেরী,সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ,প্রবাসী আহমদ ছাফা,সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান,জামাল উদ্দিন মাস্টার,মাওলানা নেজাম উদ্দিন তৈয়বি,মাওলানা হাফেজ আবদু রহমান,ডাক্তার মোঃ ফারুক,মুহাম্মদ মামুন মিয়া,মোঃ নুরুল হায়দার,হাফেজ ওমর ফারুক,মাওলানা সোলাইমান চৌঃ,ফরমানুল ইসলাম চৌঃ,হাফেজ মাওলানা নুরুল আবছার,মাওলানা শহিদুল্লাহ চৌঃ,মাওলানা হাফেজ মহিউদ্দিন,সৈয়দ মুহাম্মদ কপিল উদ্দিন,শায়ের মাওলানা আবদুল মাবুদ,মাওলানা ইউছুফ তৈয়্যবি,মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা মিনহাজ উদ্দিন,মাওলানা এমরান হোসাইন,মাওলানা ওসমান,হাফেজ মিনহাজ,হাফেজ গোলাম মহিউদ্দিন,মোঃ নাজিম উদ্দিন ভান্ডারী,মোঃ মোজাফফর,মুহাম্মদ আলী,মোঃ মহিউদ্দিন প্রমুখ।অনুষ্টানে প্রতিবছরের ন্যায় গরিব অসহায়দের মাঝে দ্রব্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরীর মিলাদ কিয়াম পরিবেশনায় এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্ (মুজিআ)।সর্বশেষ আগত মেহমানদের মাঝে তারুক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১০:৪৯)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১