জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস ও পণ্য বিক্রির দায়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ জুলাই রবিবার দুপুরে নকলা পৌরশহরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান ভোক্তাদের কাছে বিভিন্ন পণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিশেষ করে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির ক্ষেত্রে কোন শর্তাবলী না মানা, সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রি করা এবং ভোক্তাকে বিক্রয় রসিদ সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৬টি মামলা পরিচালনার মাধ্যমে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
তাছাড়া গ্যাস সিলিন্ডার ক্রয়ের সময় ডিলার ও ভোক্তাদেরকে ক্রয় রসিদ সংগ্রহের জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে এধরণের অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও সাদিয়া উম্মুল বানিন।
বার্তা প্রেরক
জাহাঙ্গীর হোসেন
শেরপুর।