মৎস্য সম্পদ রক্ষা করার জন্য সবাইকে কাজ করতে হবে —————শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি     

মোঃ মুছা তপদার:
নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ শ্লোগানে চাঁদপুরের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের  অডিটোরিয়য়াম জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে মাছ চাষ আমাদের অর্থনীতিক অনেক গুরুত্ব রাখছে, আমরা মাছে ভাতে বাংঙালী, এ কথার বাস্তব প্রতিফলনের জন্য বেশি বেশি করে মাছ চাষ করতে হবে। মৎস্য সম্পদ আমাদের জাতীয় সম্পদ, এ সম্পদ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, মৎস্য চাষের মাধ্যমে সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ অনেক ভূমিকা রাখবে, আমাদের দেশে এখন প্রতি বছর মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মৎস্য চাষীদের সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, মাছ চাষ এখন অনেক লাভ জনক হওয়ায় অনেকেই এখন মাছ চাষ করছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, শেখ হাসিনা সরকারের মাধ্যমে এখন তা পূরন হচ্ছে, বাংলার মেহনতি মানুষের জন্য স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছে। মাছ চাষ করে আমাদের এখন অনেক বৈদেশিক মূল্য দেশে আসছে। বেশি বেশি করে দেশীয় মাছ উৎপাদন ও  চাষাবাদ করতে হবে।
তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষার জন্য সবাইকে কাজ করতে হবে। মৎস্য সম্পদ আহরন রক্ষা করতে হবে, স্মার্ট বাংলাদেশের মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, জেলেদের স্মার্ট কার্ড দিয়ে পরিচয়পত্র দেওয়া হয়েছে, জেলেদের নিবন্ধন করে জেলেদের মাঝে চাল, সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে, সাগরে মাছ ধরার নির্শেদের সময় সকলকে আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে ইলিশসহ মৎস্য সম্পদ রক্ষা করতে হবে। সরকারি জলাশয়গুলো লিজের মাধ্যমে মাছ চাষে সবাইকে উদ্বদ্ধ করতে হবে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখার জন্য নৌকায় পক্ষে সবাইকে কাজ করতে হবে, আসন্ন নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রশিদের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের  বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট মাশহুদ নাহিয়ান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:২১)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১