নিজস্ব প্রতিবেদক :
জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্ত ও
দূনীর্তিবাজ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক সমাজের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
৩১ জুলাই (সোমবার) সকালে দৈনিক ঢাকা প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. জোবায়ের সিদ্দিকী’র সভাপতিত্বে ও ষ্টাফ রিপোর্টার আশরাফ আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা প্রতিদিন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও বিশেষ প্রতিনিধি মো. সোহাগ আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়’র ব্যুরো প্রধান আব্দুছ সাত্তার পিন্টু, দি সিটিজেন নিউজের নজরুল ইসলাম, স্বাধীন নিউজের সম্পাদক হাবিবুর রহমান সুজন, তৃতীয় মাত্রা পত্রিকার আব্দুর রহিম, স্বাধীন সংবাদের শহিদুল ইসলাম, আলোচিত প্রতিদিন’র ঝুমুর আক্তার, বাংলাদেশ সমাচার পত্রিকার মো. রিপন, ২১ সংবাদের জসিম উদ্দীন, নিউজ ২১’র রুপন দত্ত।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শে লালিত, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সমর্থক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার। ৮’ম ওয়েজবোর্ডের আওতায়ভুক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলাম’র লুটপাট ও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ, অঢেল সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করে যাচ্ছে। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও সচল হলে। কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম প্রানণাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
উক্ত প্রতিবাদ সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজলা প্রতিনিধিগণের মধ্যে আরো উপস্থিত ছিলেন। ইসমাইল ইমন, ইসমাইল চৌধুরী,আব্দুস ছাত্তার টিটু, মোঃ জাবের বিন রহমান আরজু, তৌকির উদ্দিন আনিছ, মিজানুর রহমান, হাবিবুল্লাহ মিজবাহ, মোঃ আরাফাত, ইলিয়াস ভুঁইয়া, ইব্রাহিম খলিল, মোঃ শাহাদাত, আব্দুল কাদের, আশিকুর রহমান, আলমগীর, রুবেল, আশরাফ উদ্দিন, তানভীর ও সাইফুদ্দিন।
প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করা হয় ।