পাটগ্রামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট: পাটগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে, পাটগ্রাম থানার সাজাপ্রাপ্ত আসামী আল-আমিন’কে (৩২) আটক করা হয়েছে বলে জানা গেছে । তিনি শাহ আলম, ছেলে আল আমিন, নবীনগর (রেলগেট কাঠালতলা) এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১আগষ্ট) বিকালে অনুমান ৫.৩০ ঘটিকায় আল আমিনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে, পাটগ্রাম থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামী আল আমিন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাটগ্রাম থানায় একটি মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, বিজ্ঞ জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ লালমনিরহাট উক্ত মামলায় উক্ত আসামীকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড ও ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরো ২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আগামীকাল ০২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ৪:১২)
  • ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ