বিজিবি’র অভিযানে মাদক ক্রিস্টাল মেথ (আইস) জব্দ

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি’র অভিযানে ১.০৪৫কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) জব্দ।

১আগস্ট রাতে ১০টায় সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১.০৪৫ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) ঘটনাস্থল হতে উদ্ধার করতে সক্ষম হয়।

গোপন সংবাদে মাদক ব্যবসায়ী ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে সংবাদে অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় পালংখালী বিওপির একটি চৌকষ আভিযানিক টহল দল উখিয়ার পালংখালী ইউপির নলবুনিয়া নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। আনুমানিক রাত ১০টায় সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে বিজিবি টহলদল তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১.০৪৫ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয়।

তথ্য নিশ্চিত করেছেন,লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী,অধিনায়ক,কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:৩৭)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১