মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজেনে উপজেলা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জাফর আরিফ চৌধুরী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক,বীরবমুক্তি যোদ্ধা লিয়াকত আলী,বীরবমুক্তি যোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের সরকারী কমকতাবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১