মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ৯ আগস্ট ‘ক’ শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ের শুভ উদ্বোধন উপলক্ষে ফুলবাড়ীতে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
মঙ্গলকবার (৮ আগস্ট) দুপুর ১টায় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল তার কার্যালয়ে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করেন।
৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের মধ্যে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। ইতোমধ্যেই উপজেলায় ‘ক’ শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন ১২৭০টি পরিবারকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের (প্রথম) ধাপে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালের উপস্থিত সাংবাদিকদের সামনে নির্ধারিত কর্মসূচি পড়ে শোনান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১