আঃ হামিদ মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী দিবস পালন উপলক্ষে মধুপুরে আদিবাসী দিবস উদযাপন বাস্তবায়ন কমিটি’র আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় চুনিয়া বনানী আচিক সাংস্কৃতিক ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টি ডব্লিউএ মধুপুর উপজেলা শাখার সভাপতি উইলিয়াম দাজেল সংবাদ সম্মেনের লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলেন, টি ডব্লিউএ মূল স্রোতধারাকে বাদ রেখে সম্প্রতি মধুপুরের স্ব-ঘোষিত একটি চক্র নিজেদেরকে টি ডব্লিউএ বলে দাবী করেন। সেই সাথে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক দ্বিমত পোষণ করে বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি নিচ্ছেন। এতে করে আদিবাসীদের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে। ফলে সংগত কারণেই টি ডব্লিউএ, আজিয়া, বাগাছাস, গাসু সমমনা সংগঠনকে নিয়ে জরুরী মিটিংয়ের মাধ্যমে আলাদাভাবে আদিবাসী দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহনে বাধ্য হয়। উক্ত বিষয়কে কে কেন্দ্র করে কিছু অপপ্রচারকারী ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের উষ্কানিমূলক সমালোচনা করে বিভ্রান্ত ছড়াচ্ছে। তবে, সমাজে কেউ কাউকে প্রতিপক্ষ না বানিয়ে কোন হানা হানি বা সংঘাত সৃষ্টি না করে দিবসের উৎসবকে মিলন মেলায় পরিণত করতে সকলকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহবান জানান।
এসময় টি ডব্লিউ এ মধুপুর উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান প্রণাথ মৃ, আজিয়া কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শ্যামল মানখিন,বাগাছাস কেন্দ্রীয় সংসদের সভাপতি লিংকন দিব্রা, গাসু মধুপুর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক মি. হিমালয় চিরান ও অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আপডেট টাইম : মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩, ১২৫ বার পঠিত