শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এপেক্স ক্লাব অব হাতীবান্ধা গোল্ডেন জুবীলির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এপেক্স ক্লাব অব হাতীবান্ধা গোল্ডেন জুবীলি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ঐ বিদ্যালয়ের ক্লাস ওয়ান ও ক্লাস টু এর ছাত্র-ছাত্রীদের খেলনা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামান সাজু, বীর মুক্তিযোদ্ধা সন্তান শাহ আলম, এপেক্স ক্লাব অব হাতীবান্ধা গোল্ডেন জুবীলি এর প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক দোলন, ভাইস প্রেসিডেন্ট রোকোনুজ্জামান সোহেল, ডিবেটিং ডিরেক্টর ফয়জুননেছা মনাসহ এপেক্স ক্লাব অব হাতীবান্ধা গোল্ডেন জুবীলি এর সদস্যগণ।