স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা “গ” গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা বিশিষ্ট কবি সাহিত্যিক কাকলী চক্রবর্তী,
তিনি এর আগে উপজেলা সাহিত্য মেলায় অংশনিয়ে সফলতা অর্জন করেন, জানাযায়, ইতি মধ্যে তার রচিত কবিতা বাবা, ও বিয়েটাই জীবনের শেষ নয় এবং কাব্য অব্যক্ত প্রশ্ন, স্থানীয় ও জাতীয় দৈনিকে ছাপানো হলে পুরো জেলায় সারাপড়ে যায়,ইতি মধ্যে কাকলী কবি হিসেবে সকলের কাছে খুব আলোচিত এবং নিজেকে কবি ও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ৭ আগষ্ট সোমবার দুপুরে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রচনা প্রতিযোগিতায় প্রথম হয়ে চাঁদপুরের সহকারী পরিচালক এ, কে, এম দিদারুল আলমে কাছথেকে পুরস্কার গ্রহন করেন। এ ব্যাপারে কাকলী চক্রবর্তী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।