তানোর প্রতিনিধি: তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১আগস্ট) বিকেলে বাধাইড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এজাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়। জানা গেছে, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জার্জিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বাধইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
সারোয়ার হোসেন
১১আগস্ট/২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮