মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাজার পিচ ইয়াবাসহ মংচোং কালূ চাকমা (৫০) নামে এক চাকমাকে আটক করেছে মাদ্রকদ্রব্য অধিদপ্তর।
শনিবার সন্ধা ৬টায় পৌর শহরের ঢাকা বাস কাউন্টারের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে তাকে আটক করা হয়।
আটক মংচোং কালু চাকমা, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর হীলা হলিখেলা গ্রামের মৃত নানী ওং চাকমার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় অভিযানীক দলের উপ-পরিদর্শক সাকিব সরকার বাদি হয়ে, ওই দিন রাতেই ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য অধিদপ্তরের একটি অভিযানী দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা শ্যামলী এনআর পরিবহন বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ওই ব্যাক্তিকে আটক করে জিজ্ঞাবাদ করে এবং বিশেষ কায়দায় তার পেটের মধ্যে রাখা ইয়াবা টেবলেট উদ্ধার করে। জব্দকৃত দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ ওই ব্যাক্তি কে থানায় সপোর্দ করে মামলা দায়ের করেন। রোববার দুপুরে তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১