রাউজান প্রতিনিধি:
বন্যায় রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ২ হাজার ৯টি পুকুর, দিঘী, মৎস্য খামারের এক কোটি টাকার মাছ ভাসিয়ে নিয়ে গেছে।বন্যা ও পাহাড়ী ঢল ও জোয়ারের পানিতে মাছ ভাসিয়ে নেওয়ার পর পুকুর জলাশয়, দিঘী, মৎস্য খামারের মালিকরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। এতে দিশেহারা খামারিরা রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল লতিফ বলেন, তার ঘরের পেছনে ৬০ শতক আয়তনের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। বন্যা পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে তার পুকুরের মাছ ভাসিয়ে নিয়ে গেছে। ঢেউয়া পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ শীল বলেন, তার বাড়ীর সামনে ৮০ শতক আয়তনের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। বন্যার পানিতে তার পুকুরের লাখ টাকার মাছ ভেসে গেছে। রাউজান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, বন্যার পানিতে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ৩শত ৬২ হেক্টর আয়তনের ২ হাজার ৯টি পুকুর, দিঘী, মৎস্য খামার থেকে ৪শত ৫৩ মেট্রিক টন মাছ, ৬শত কেজি মাছের পোনা ভাসিয়ে নিয়ে যায়।এতে প্রায় এক কোটি টাকা মূল্যের মাছ ও মাছের পোনা ভাসিয়ে নিয়ে গেছে।