রাউজান পৌর চারাবটতলে জমে উঠেছে পাঠার বাজার

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
হিন্দু র্ধমাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে রাউজানে জমে উঠেছে পাঠার বাজার। আগামী ১৮ আগস্ট (শুক্রবার) মনসা পূজায় অনুষ্ঠিত হবে।এ পূঁজায় বলি দেওয়া হয় পাঠা ছাগল। আর মাত্র চার দিন বাকি মনসা পূজার। এই পূজাকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মাঝে উৎসব আমেজ করছে।সনাতনী সম্প্রদায়ের ৮০/: ঘরে দেওয়া হয় পাঠা বলি।গত কয়েক বছরের মত এ বছরও পাঠা ছাগলের দাম একটু বেশি বলে ক্রেতাসাধারণ। গতকাল রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজার পরিদর্শনকালে দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে বসেছে পাঁঠার বাজার। ক্রেতা-বিক্রেতাদের সমগমে জমে উঠে এই বাজার। বেচাকেনা হয়েছে প্রচুর পাঠা ছাগল। ৩০ হাজার টাকা থেকে ৮০-১লাখ টাকার বেশি দামের পাঠা বিক্রি হয়েছে বলে জানায় বাজার পরিচালক ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। এই বাজারে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠা ছাগল বিক্রি জন্য নিয়ে আসেন।একেকজন ব্যবসায়ীর হাতে ১০/২০টি ছাগল, চলে ক্রেতা- বিক্রেতাদের মধ্যে দরকষাকষি।তবে বেশিরভাগ ক্রেতার নজর কাড়ছে দেশি ছাগলে। ক্রেতাদের পছন্দ ও দরদামে হলে পাঠা ছাগল নিয়ে ফিরচ্ছেন বাড়িতে।বিমল শীল নামের এক ক্রেতা ৩০ হাজার টাকা দামে দু’টি পাঠা ছাগল কিনে বলেন, গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি। তবুও নিজের পছন্দের দু’টি দেশি পাঠা কিনেছি। রাউজান পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, হাসিল বিহীন এই বাজারটি ক্রেতা বিক্রেতাদের পছন্দের বাজার।এখানে প্রচুর পাঠা ছাগল বিক্রি হয়েছে। ক্রেতা- বিক্রেতারা বেচাকেনা করেছে নিরাপত্তার সাথে।

 

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:৩৭)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১